AIIMS:অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স কল্যানীতে কর্মী নিয়োগর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদ রয়েছে তো আমরা আলোচনা করবো আবেদন কিভাবে করবেন, কবে থেকে আবেদন পদ্ধতি চালু হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে, আবেদন ফি কত লাগবে, তো দেখে নেওয়া যাক।

নোটিফিকেশন নাম্বারঃ 1129/E-12028/2/23- (NON-FAC.CON)
পদের নামঃ Blood Centre Technician
শূন্যপদঃ মোট শূন্যপদ রয়েছে ২ টি জেনারেল পার্থীদের জন্য
শিক্ষাগত যোগ্যতাঃ Diploma in Medical Laboratory Technology তে অথবা Transfusion Medicine অথবা Blood Bank Technology বিষয়ে ডিগ্রি থাকা চাকরি পার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সঃ ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে
বেতনঃ এই পদটি তে মাসিক বেতন রয়েছে ২৬ হাজার ১০০ টাকা
আবেদন পদ্ধতিঃ নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে আবেদন পত্র থাকবে, সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে ফিলআপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিদিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিবেন স্পীড পোস্ট বা ক্যুরিয়ার এর মাদ্ধমে। আবার অফিসিয়াল ভাবে একটি গুগল ফর্ম এর লিঙ্ক দেওয়া আছে আবেদন করার পর গুগল ফর্ম টি ফিল আপ করতে হবে।
আবেদন ফিঃ SC/ST ক্যাটাগরির পার্থীদের জন্য আবেদন ফি লাগবে ২৫০ টাকা এবং জেনারেল,ওবিসি ও EWS ক্যাটাগরির পার্থীদের জন্য লাগবে ৫০০ টাকা।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ The Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani NH-34 Connector, Basantapur, Saguna Nadia, West Bengal – 741245
আবেদন করার শেষ তারিখঃ ০৩ই আগস্ট ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত
আরও পড়ুনঃ ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে, আবেদন চলবে ২ ই আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত
গুগল ফর্ম এর লিঙ্কঃ ক্লিক করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন