রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ চলছে, আবেদন করুন।

রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে, কোনও রকম লিখিত পরীক্ষা ছাড়াই।এখানে মোট দুটি পদে কর্মী নিয়োগ করা হবে, এই পদগুলিতে কত গুলি শূন্য পদ রয়েছে, কিভাবে আবেদন করতে পারবেন, বয়স কত লাগবে, বেতন কত দেয়া হবে ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

এমপ্লয়মেন্ট নম্বর- M-10/DR -1/2290

পদের নাম- স্টাফ নার্স

মোট শূন্যপদ- ৩ টি

বেতন- আবেদনকারী কে ইন্টারভিউতে পারফরম্যান্স এর ভিত্তিতে মাসিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী কে যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে জিএনএম নার্সিং কোর্স করে থাকতে হবে এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া পার্থীদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন করে থাকতে হবে।

আরও পড়ুনঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ চলছে, দেখে নিন কিভাবে আবেদন করবেন

পদের নাম- মেডিকেল অফিসার

মোট শূন্যপদ- ৬ টি

বয়স- আবেদনকারী কে ৬৩ বছরের মধ্যে হতে হবে।

বেতন- ইন্টারভিউতে পারফরমেন্সের ভিত্তিতে প্রতি মাসে সর্বাধিক ৪০ হাজার টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী কে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা পোস্ট গ্রেজুয়েট ডক্টরস ডিগ্রী পাস করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি– এই পদ দুটিতে আপনাদের কে কোনো আগে থেকে আবেদন করতে হবে না, ইন্টারভিউ এর দিন আপনাদেরকে বায়োডাটা নিয়ে যেতে হবে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউ এর স্থানে।

ইন্টারভিউয়ের স্থান- 1/1,West Ghoshpara Road, P.O.Kankinara, District: North24Parganas. PIN-743126

আবেদন করার শেষ তারিখ- ২১ই আগস্ট, ২০২৩

আমাদের ফেসবুক পেজ ফলো করুন- এখানে ক্লিক করুন

অফিসিয়াল বিজ্ঞপ্তি- ডাউনলোড করুন

অফিসিয়াল ওয়েবসাইট- bhatparamunicipalitygov.co.in

Leave a comment