স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম সরকারের অধীনে পুরোপুরি চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম জেলা থেকে, পশ্চিমবঙ্গের যে কোন জেলার পার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মোট ১১ টি পদ রয়েছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, আবেদন করার শেষ তারিখ রয়েছে ২০ই আগস্ট ২০২৩, এখানে আমরা আলোচনা করবো কি কি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে।
ঝাড়গ্রাম জেলার চাকরির খবর
মেমো নম্বর- DH&FWS/JGM/2023/1682
পদের নাম- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
মোট শূন্যপদ- ২ টি (১টি এসসি এবং ১ টি জেনারেল পার্থীদের জন্য)
বয়স- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে ৩০,০০০ টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা- ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকতে। পাশাপাশি, সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর থাকলেও আবেদন নেওয়া হবে সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার
মোট শূন্যপদ- ১ টি (জেনারেল পার্থীদের জন্য)
বয়স- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে ৩০,০০০ টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক কিংবা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার অফ ফিলোজফির ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট (উরবান)
মোট শূন্যপদ- ১ টি (এসসি পার্থীদের জন্য)
বয়স- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে ১৩,০০০ টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত এএনএম অথবা জিএনএম কোর্স করেছেন এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার
মোট শূন্যপদ- ১ টি (এসটি পার্থীদের জন্য)
বয়স- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে ১৮,০০০ টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা- ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এবং অন্তত দুই বছর হাসপাতালে কাজ করেছেন, এমন অভিজ্ঞতা রয়েছে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
মোট শূন্যপদ- ১ টি (এসসি পার্থীদের জন্য)
বয়স- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে ৩৫,০০০ টাকা প্রতি মাসে
শিক্ষাগত যোগ্যতা- জীবন বিজ্ঞানে স্নাতকোত্তর কিংবা ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছেন, সঙ্গে জনস্বাস্থ্য বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন)
মোট শূন্যপদ- ১ টি (জেনারেল পার্থীদের জন্য)
বয়স- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে প্রতি দিন ৩,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিযুক্ত করা হবে। আবেদনকারীদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
পদের নাম- স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিকস)
মোট শূন্যপদ- ১ টি (জেনারেল পার্থীদের জন্য)
বয়স- ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে প্রতি দিন ৩,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অথবা পেডিয়াট্রিক মেডিসিনে ডিপ্লোমা রয়েছে এমন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম- স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (জি অ্যান্ড ও)
মোট শূন্যপদ- ১ টি (জেনারেল পার্থীদের জন্য)
বয়স- ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে প্রতি দিন ৩,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অথবা গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপ্লোমাপ্রাপ্তরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।
পদের নাম- স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (অপথালমোলজিস্ট)
মোট শূন্যপদ- ১ টি (জেনারেল পার্থীদের জন্য)
বয়স- ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে প্রতি দিন ৩,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অথবা অপথালমোলজির ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট (আয়ুষ)
মোট শূন্যপদ- ১ টি (অবসরপ্রাপ্ত রাজ্য সরকার কর্মচারী জেনারেল পার্থীদের জন্য)
বয়স- ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে (০১.০১.২০২৩ অনুসারে)
বেতন- এই পদটিতে বেতন রয়েছে প্রতি দিন ৩,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এই পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের এই পদের জন্য শারীরিক-মানসিকভাবে সমর্থ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
আমাদের ফেসবুক পেজ ফলো করুন- এখানে ক্লিক করুন
নিয়োগ পদ্ধতিঃ এই পদগুলিতে কাজের অভিজ্ঞতা, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ এই পদগুলিতে আপনারা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল সাইট থেকে আবেদন বা নিচে আবেদন করার লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি ভাবে আবেদন করতে পারবেন।
আবেদন ফিঃ এই পদগুলিতে জেনারেল পার্থীদের জন্য আবেদন ফি রয়েছে ১০০ টাকা এবং রিসার্ভড ক্যাটাগরির পার্থীদের জন্য আবেদন ফি রয়েছে ৫০ টাকা। অনলাইন এর মাধ্যমে আপনারা আবেদন ফি পে করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখঃ আবেদন করার শেষ তারিখ রয়েছে ২০ই আগস্ট
অফিসিয়াল বিজ্ঞপ্তি- ডাউনলোড করুন
আবেদন করার লিঙ্ক- ক্লিক করুন
1 thought on “জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।”