পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই পদটিতে আবেদন করার জন্য ইচ্ছুক থাকেন তাহলে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন, আবেদন পক্রিয়া চলবে ২৩শে আগস্ট ২০২৩ থেকে ১২ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত৷ অফলাইনে আবেদনের জন্য এগিয়ে যাওয়ার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিনI আপনার বয়সসীমা এবং অন্যান্য তথ্য দেখে নিন। এই নিয়োগটি সংশ্লিষ্ট ব্লক ভিত্তিক করা হবে এখানে আপনারা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। এই পদটি আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কত লাগবে, আবেদন পদ্ধতি কি রয়েছে, বেতন কত দেওয়া হবে ইত্যাদি বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
নোটিফিকেশন নাম্বার- 01(PLV)/2023
পদের নাম- Para Legal Volunteer,
মোট শূন্য পদ-৩৬ টি
শিক্ষাগত যোগ্যতা- এই পদটিতে আবেদন করার জন্য আবেদনকারী কে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে।
বেতন- প্রতিদিনের হাজিরা অনুযায়ী দৈনিক ৫০০ টাকা হিসাবে মাসে বেতন দেওয়া হবে।
বয়স- এই পদ টিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে ।
ঝাড়গ্রাম জেলার চাকরির খবর – জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন পদ্ধতি- এই পদটিতে প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পদটিতে আবেদন করার জন্য আবেদনকারীকে নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে প্রথমে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে তারপর আবেদন পত্রটিকে একটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হয়ে গেলে আবেদন পত্রটিকে সঠিকভাবে ফিলাপ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে আরেকটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
আবেদন পত্র জমা করার ঠিকানা- The Secretary, District Legal Service Authority, Nadia, Address- ADR Centre, District Judges Court Compound, Krishnanagar, Nadia, Pin- 741101
আবেদন করার শেষ তারিখ- ১২ই সেপ্টেম্বর ২০২৩
Official Notice- Download
Official Website- Click Here
-
Para Legal Volunteer কোন জেলায় নিয়োগ হবে
Para Legal Volunteer নদীয়া জেলাতে নিয়োগ হবে
-
Para Legal Volunteer শিক্ষাগত যোগ্যতা কি লাগবে
যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে।
-
Para Legal Volunteer বেতন কত
হাজিরা অনুযায়ী দৈনিক ৫০০ টাকা হিসাবে মাসে বেতন দেওয়া হবে