WBP Warders Form Fill Up Process Official Video

WBP Warders Form Fill Up Process: জেল পুলিশ এর আবেদন পদ্ধতি ইতিমধ্যে চালু হয়ে গেছে আমরা আজ দেখে নেবো কিভাবে অনলাইন এর মাধ্যমে আপনারা ফর্ম ফিলআপ করবেন, এই অনলাইনের ফর্ম ফিল আপ চলবে ৬ই আগস্ট রবিবার থেকে ২৬ই আগস্ট শনিবার পর্যন্ত এবং ফর্মটি এডিট করতে পারবেন ২৯ আগস্ট থেকে ৪ই সেপ্টেম্বর ২০২৩ এখানে দুটি পদে নিয়োগ করা হবে পদগুলি হল ওয়ার্ডার এবং মহিলা ওয়ার্ডার এই পদগুলিতে মোট শূন্যপদ রয়েছে ১৩০ টি তো নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল এবং সঙ্গে ভিডিও দেওয়া হল।

WBP Warders Form Fill Up Process

WBP Warders Form Fill Up Process

স্টেপ ১: প্রথমে আপনাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ এর অফিসিয়াল সাইট wbpolice.gov.in ওপেন করতে হবে

স্টেপ ২: ওয়েবসাইটটি ওপেন করার পর দেখতে পাবেন Recruitment এর একটি অপশন

স্টেপ ৩: Recruitment এ ক্লিক করার পর আরেকটি Recruitment এর অপশন দেখতে পবেন ওখানে ক্লিক করবেন।

স্টেপ ৪: এরপর “Recruitment of Warders and Female Warders” এর Get Details এ ক্লিক করবেন

স্টেপ ৫: প্রথমেই রয়েছে Fill-up Application Form online ওখানে Get Details এ ক্লিক করবেন

স্টেপ ৬: এরপর আপনাকে সাইনআপ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে

স্টেপ ৭: এরপর আবেদন করার ফর্মটি সঠিক ভাবে ফিলআপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

স্টেপ ৮: এরপর আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্রটি সাবমিট করবেন।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে, আবেদন চলবে ২ ই আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত

এই পদটিতে বেতন রয়েছে ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা , মোট শূন্যপদ রয়েছে ১৩০ টি, পার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে এসসি এবং এসটি পার্থীরা সরকারী নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন ফিঃ এই পদটিতে আবেদন করার জন্য জেনারেল পার্থীর আবেদন ফি লাগবে ২২০ টাকা, এসসি এবং এসটি পার্থীর আবেদন ফি লাগবে শুধুমাত্র ২০ টাকা

WBP Warders Form Fill Up Process Official Video

আবেদন করার লিঙ্কঃ ক্লিক করুন

1 thought on “WBP Warders Form Fill Up Process Official Video”

Leave a comment